আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:২৫

জেলা মৎসজীবী লীগের কমিটি গঠন – শাহীন চাকলাদার কে ফুলেল শুভেচ্ছা।

মুনতাসির মামুন : যশোর জেলা মৎসজীবী লীগের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। মোঃ আবু তোহা কে আহ্বায়ক ও ফিরোজ কবীর পিকুল, মোস্তাফিজুর রহমান দুলাল, সাধন মল্লিক রনি, প্রফেসর শহিদুর রহমান শহীদ, এস এ তবিবর রহমান কে যুগ্ম আহ্বায়ক এবং সেলিম রেজা বাদশা কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

২ (মার্চ) সোমবার কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারন সম্পাদক লায়ন শেখ আজগর লষ্কর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

আজ শুক্রবার নতুন কমিটির নেতৃবৃন্দ ( যশোরের বকুলতলাস্থ ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পন ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন চাকলাদারকে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা আরম্ভ করলো।

বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পন করেন জেলা মৎসজীবী লীগের নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম, জেলা মৎসজীবী লীগের নতুন কমিটির আহ্বায়ক মোঃ আবু তোহা, যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির পিকুল, সাধন মল্লিক রনি, সদস্য সচিব সেলিম রেজা বাদশা প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত