আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:১৯

জেলা যুবদলের সাবেক সভাপতির ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আদর আটক।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তারের পর সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে তাকে নিজ জেলা পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম আদনান হাবিব খান আদর। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। আদনান পটুয়াখালী শহরের চরপাড়া এলাকার বাসিন্দা এবং পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি প্রয়াত আহসান হাবিব খানের বড় ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ওবাইদুল ইসলাম বলেন, গত ১ ডিসেম্বর পুলিশের এসআই খাইরুল ইসলাম বাদী হয়ে আদনান হাবিব খান আদরকে প্রধান আসামি করে ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

গত ৩০ নভেম্বর ভোরে পটুয়াখালী শহরের খাদ্য গুদাম এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের একটি মিছিল বের করা হয়। আদরের নেতৃত্বে ওই মিছিলের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১ ডিসেম্বর পটুয়াখালী সদর থানায় মামলা করে বলে তিনি জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->