আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫৯

জেল হত্যা দিবসে যশোর জেলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক :: জেল হত্যা দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ভৈরব চত্তরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় যশোর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু’র সঞ্চালনায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একে এম খয়রাত হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি  জহুর আহম্মেদ, সহ সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক এস এম আবজাল হোসেন, যশোর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামীলীগের কৃষি ‍বিষয়ক সম্পাদক এডভোকেট মোশারেফ হোসেন, যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম, সদস্য ঈমাম হাসান লাল, মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরজাহান ইসলাম নিরা, সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নিয়ামত উল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক এম এম রবিউল ইসলাম প্রমুখ।

১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতাঃ সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম,সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ,ক্যাপ্টেন মুনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্বরণার্থে এ দিবস পালন করা হয়।

আরো সংবাদ