আজ - শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৫:৫৬

জ্বীনের বাদশা এবার ৩ দিনের রিমান্ডে।

যশোরে আটক ‘জিনের বাদশা’ পরিচয়ের প্রতারক ফখরুল ইসলাম ও তার সহযোগী আলিফ মিয়ার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহম্মেদ পুলিশের চাওয়া পাঁচদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ফুলগাছিয়া গ্রামের আংকুর শিকদারের ছেলে ‘জিনের বাদশা’ পরিচয়দারী ফখরুল ইসলাম ও রংপুরের মিঠাপুকুর উপজেলার ভুতবানা গ্রামের আব্দুস সামাদের ছেলে আলিফ মিয়া।
এছাড়া ফকরুলের স্ত্রী সুমির রিমান্ড আবেদন না মঞ্জুর করেছে আদালত।
উল্লেখ্য, ‘জিনের বাদশা’ পরিচয়ে একটি প্রতারকচক্র যশোরের আবুল হোসেন নামে একজন কাঠ ব্যবসায়ীর কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় আবুল হোসেন গত ১৪ জুন কোতয়ালি থানায় একটি মামলা করেন। গত ২ আগস্ট সিআইডি পুলিশ ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের হোতা ফখরুল ইসলাম, তার স্ত্রী সুমি ও সহযোগী আলিফ মিয়াকে আটক করে।

আরো সংবাদ