আজ - রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৭:২৩

ঝিকরগাছায় ট্রেন থেকে পড়ে কিশোর আহত।

যশোর জেলার ঝিকরগাছা থানাধীন রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর এর গুরুতর আহত।

অদ্য আনুমানিক ১৩:৩০ ঘটিকায় যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর (১৩/১৪) গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। জানা যায়, যশোর জেলার বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার ট্রেনটি ঝিকরগাছা কীর্তিপুর আসলে ট্রেনের ছাদে থাকা অজ্ঞাতনামা (১৩/১৪) বছরের এক কিশোর ট্রেনের ছাদ থেকে পড়ে যায়। উপস্থিত লোকজন কিশোরটিকে নিয়ে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, কিশোরটির একটি হাত, মাথা ও শরীরের বিভিন্ন অংশ গুরুতর রক্তাক্ত জখম হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত