আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:১১

ঝিকরগাছায় ৫ বছরের শিশুকে ধ র্ষনের অভিযোগে যুবক আটক।

যশোরের ঝিকরগাছায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাসানুজ্জামান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বাঁকড়া গ্রামে। সোমবার (৪ জুলাই) বিকেলে পুলিশ তাকে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিশুটি হাসানুজ্জামানের মেয়ের সাথে রাস্তায় খেলা করছিল। এ সময় হাসানুজ্জামান কৌশলে নিজের মেয়েকে অন্যত্র পাঠিয়ে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। এরপর সে শিশুটিকে ধর্ষণ করে এবং ভয় দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে সব জানালে, পরিবারের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, শিশু ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হাসানুজ্জামানকে আটক করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->