শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের মুক্তমঞ্চের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, সোনার বাংলা তৈরি করতে হলে দেশে সোনার শিক্ষক থাকতে হবে। সোনার শিক্ষকদের হাত ধরেই এই দেশটা বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর এর স্বাগত বক্তব্য ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাহিদুল ইসলাম, শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার সেন, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, বেজিয়াতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ দ্বীন ইসলাম, সরকারি কৃষ্ণনগর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকিফুজ্জামানসহ উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানগণ।