আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৩৬

ঝিকরাগাছায় বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যশোরের চৌগাছা ও ঝিকরগাছা থানার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার আসন্ন নির্বাচনের প্রস্তুতি, ভোটকেন্দ্রের ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা পরিকল্পনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচনের দিন কঠোর নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) আরিফুল ইসলাম এবং চৌগাছা ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জসহ (ওসি) জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। মূলত নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এই পরিদর্শন কার্যক্রম চালানো হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->