আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৫৫

ঝিনাইদহের কোটচাঁদপুর-জীবননগর মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ আহত১৫

ঝিনাইদহের কোটচাঁদপুর-জীবননগর মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

আজ ৩০ জানুয়ারি সোমবার আনুমানিক সকাল ১০.০০ কোটচাঁদপুর-জীবননগর মহাসড়কের জগনাথপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে যশোর থেকে শাপলা পরিবহণের একটি বাস জীবননগর যাচ্ছিলো।

পথিমধ্যে কোটচাঁদপুর-জীবননগর মহাসড়কের ওই স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেলের ওভারট্রেকিং করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রন হারায়।

সে সময় বিপরীত দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনা ডিলাক্সের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ২ জনের শারিরীক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত