আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১৬

ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু, জানাজার জন্য পেল না খাটিয়া

স্টাফ রিপোর্টার।। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার করোনা উপসর্গ নিয়ে খানজাপুর গ্রামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাতে তিনি মারা যান।

ওই বৃদ্ধের জামাই জানান, তার শ্বশুর গেল কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। এছাড়া তার সর্দি ও শ্বাসকষ্টও ছিল। গত শুক্রবার বিকেলে তিনি জামাইয়ের বাড়িতে আসেন। শনিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। এসময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন মৃত ব্যক্তির সাথে থাকা স্বজনদের বরাত দিয়ে বলেন, চারদিন ধরে জ্বর ছিল। ঠাণ্ডা-কাশিও ছিল এবং তার গলাব্যাথাও ছিল। আমাদের সাথে আগে থেকে তিনি কোন যোগাযোগ করেনি। গত দুই দিন ধরে তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। শনিবার রাত ৯টার দিকে হাসপাতালে আনার পথে তিনি রাস্তার মধ্যে মারা গেছে।

তিনি আরও জানান, করোনা শনাক্তের জন্য তার নমুনা সংগ্রহ করি। নমুনা ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছি। এরপর পরিবারের সদস্যদের বুঝিয়ে রোববার সকালে মৃত ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এদিকে ওই বৃদ্ধকে দাফনে মসজিদের খাটিয়া ব্যবহার করতে না দেয়ার অভিযোগ উঠেছে।

স্বজনরা জানান, তারা মসজিদের খাটিয়া চেয়েছিল, তবে তারা সেটি পায়নি। পরে বাধ্য হয়ে মাটিতে রেখেই ওই বৃদ্ধের জানাজা পড়ান কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ফারুক নোমানী। পরে দাফন সম্পন্ন করেন কালীগঞ্জের ৬ আলেম।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত