আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:২৮

ঝিনাইদহে ট্রাক চাপায় এক নারীর মৃত্যু

ঝিনাইদহ শহরের হামদহ ঘোষপাড়া মোড়ে ট্রাক চাপায় মমতাজ ইয়াসমিন রিপ্তি (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত রুখসানা খাতুন নারিকেলবাড়িয়া গ্রামের কাজীমুল ইসলামের স্ত্রী ।
এ ঘটনায় ঘাতক ট্রাক ও তার চালক ভগবাননগর গ্রামের কটন বিশ্বাসকে আটক করেছে  হাইওয়ে পুলিশ।  
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার আবুল বাশার জানান, শুক্রবার সকালে যশোর থেকে ছেড়ে আসা ট্রাকটি ঝিনাইদহ-যশোর সড়কের হামদহ বাইপাস ঘোষপাড়া মোড় নামক স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেলটি সেসময় রাস্তা পার হচ্ছিল। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের পেছনে থাকা রিপ্তি নিহত হন। মোটরসাইকেলের চালক ও নিহতের স্বামী কাজিমুল দুর্ঘটনা আহত হন।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত