আজ - মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:০৮

ঝিনাইদহে ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত ৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের (করিমন) সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর চারজন। আজ বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার মদনডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তিরা নির্মাণ শ্রমিক ও ভ্যানের যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ছয়জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম। তিনি বলেন, সিমেন্টবোঝাই ট্রাকটি যশোর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। মদনডাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ছয়জন নিহত হয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত