আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:১২

ঝিনাইদহে বাসের ধাক্কায় ২ জন নিহত, তিনঘণ্টা সড়ক অবরোধ

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের পিরোজপুর বটতলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কালীগঞ্জ উপজেলার বাজেডিহি গ্রামের মৃত জাহাবক্সের ছেলে ভ্যান চালক মহিদুল ইসলাম (৫০) ও একই উপজেলার পিরোজপুর গ্রামের মোশারেফ হোসেনের স্ত্রী তাসলিমা বেগম (৩৫)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, সকালে কালীগঞ্জ থেকে যশোরের দিকে যাচ্ছিলো শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক মহিদুল ইসলাম মারা যান। গুরুতর আহত অবস্থায় দুই ভ্যান যাত্রীকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাসলিমা বেগম।

তিনি আরও জানান, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা জনতা ঘাতক বাসটিকে আটক করে। এসময় সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত