আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৫১

টাঙ্গাইলে পিকআপ উল্টে নিহত ৩, আহত ১৫

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতীর আনালিয়াবাড়ী এলাকায় পিকআপ উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১ মার্চ) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে সাহেরা খাতুন নামের একজনের পরিচয় জানাতে পারলেও বাকিদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, জামালপুর থেকে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে পিকআপটি সিরাজগঞ্জের এনায়েতপুরের ওরশে যাচ্ছিলেন। পথিমধ্যে পিকআপটি কালিহাতীর আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সাহেরা খাতুনের নাম জানা গেলেও বাকিদের নাম পরিচয় জানা যায়নি। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->