আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:৫৬

টিএস আয়ুবের মনোনয়ন বাতিল চেয়ে ঢাকা ব্যাংকের আবেদন ইচ্ছাকৃত ১৩৮ কোটি ঋণখেলাপি।

ঋণখেলাপি ও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) তালিকাভুক্ত হওয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী তালহা শাহরিয়ার আইয়ুব ওরফে টিএস আইয়ুবের মনোনয়নপত্র গ্রহণ না করার অনুরোধ জানিয়ে যশোরের রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে ঢাকা ব্যাংক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) যশোরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের কাছে পাঠানো ওই চিঠিতে ঢাকা ব্যাংক জানায়, টিএস আইয়ুব একজন ঋণখেলাপি এবং সিআইবি রিপোর্ট অনুযায়ী তিনি ‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ হিসেবে তালিকাভুক্ত।

ঢাকা ব্যাংকের ধানমন্ডি মডেল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াদ হাসান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম রাইসুল ইসলাম নাহিদের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, সাইমেক্স লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে টিএস আইয়ুব ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে বৈদেশিক রপ্তানি সংক্রান্ত জাল দলিল ব্যবহার করে অর্থ আত্মসাৎ করা হয়, যা এখনো অনাদায়ী রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করে চার্জশিট দিয়েছে। পাশাপাশি ব্যাংকের দায়ের করা অর্থঋণ মামলায় আদালত ব্যাংকের পক্ষে রায় ও ডিক্রি প্রদান করেছেন। বর্তমানে ওই মামলায় নিলাম কার্যক্রমের প্রস্তুতি চলছে। এছাড়া তাঁর বিরুদ্ধে চেক ডিজঅনার সংক্রান্ত একাধিক মামলাও বিচারাধীন রয়েছে।

ব্যাংক সূত্র জানায়, টিএস আইয়ুবের কাছে ঢাকা ব্যাংকের প্রায় ৪৫ কোটি টাকা বকেয়া রয়েছে। এছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংকে প্রায় ৭০ কোটি টাকা, জনতা ব্যাংকে ১১ কোটি টাকা এবং অগ্রণী ব্যাংকে প্রায় ১২ কোটি টাকার ঋণ খেলাপি রয়েছেন তিনি।

এ বিষয়ে টিএস আইয়ুব দাবি করেন, তিনি আগে ঋণখেলাপি থাকলেও আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে এবং বর্তমানে তিনি ঋণখেলাপি নন। ব্যাংকের পাঠানো চিঠি সম্পর্কে বিস্তারিত জানাতে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষই উপযুক্ত বলে মন্তব্য করেন তিনি।

যশোরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান বলেন, “ঢাকা ব্যাংক থেকে টিএস আইয়ুবের বিষয়ে একটি চিঠি পাওয়া গেছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বিষয়টি আইন অনুযায়ী বিবেচনা করা হবে।”

উল্লেখ্য, যশোর-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে টিএস আইয়ুব ছাড়াও জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু এবং অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার ফারাজী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলীয় সূত্র জানায়, কৌশলগত কারণে একাধিক প্রার্থী মনোনয়ন দাখিল করেছে বিএনপি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->