আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:০৪

টুইটারকাণ্ডে কাজ হারালেন কঙ্গনা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বিদ্বেষমূলক মন্তব্য করে সমালোচিত হয়েছেন কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, বিধিভঙ্গের অভিযোগে তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এ খবর এরই মধ্যে ভারতসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এবার জানা গেল, টুইটারকাণ্ডের জেরে কাজও হারিয়েছেন বিতর্কিত এই বলিউড অভিনেত্রী। তার দুই ব্যবসায়িক বন্ধু বলিউডের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার আনন্দ ভূষণ ও রিমঝিম দাদু সরাসরি জানিয়েছেন, কঙ্গনার সঙ্গে আর কোনো ব্যবসায়িক সম্পর্ক রাখবেন না। কঙ্গনার সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছেন তারা। আনন্দ ভূষণ টুইটারে লিখেছেন, আমাদের সামাজিক মাধ্যমের পেজগুলো থেকে কঙ্গনা সম্পর্কিত সবকিছু মুছে ফেলা হয়েছে। ভবিষ্যতেও তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা হবে না। কারণ, আমরা সব সময় বিদ্বেষমূলক মন্তব্যের বিরোধী। তার এ বক্তব্যে অনেকে সাধুবাদ জানিয়েছেন। এদিকে, হিংসা আর অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগে কলকাতার একটি থানায় কঙ্গনার বিরুদ্ধে এফআইআর করেছেন হাইকোর্টের এক আইনজীবী।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত