আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:১৫

টেকনাফ থেকে ২৯ কোটি টাকার সোনা উদ্ধার।

কক্সবাজারের টেকনাফে প্রায় সাড়ে ২৮ কোটি টাকার সোনার গয়নাসহ দুজনকে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলেরডেইল গ্রামের একটি বাড়ি থেকে স্বর্ণালংকারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা ইয়াহিয়া খান (৪৫) ও মিয়ানমারের মংডু টাউনশিপের সুইজা গ্রামের বাসিন্দা আনোয়ার সাদেক (৪০)। আজ রোববার দুপুরে প্রথম আলোকে এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে মিয়ানমার থেকে একটি বড় সোনার চালান বাংলাদেশে পাচার করা হবে। সেই সূত্র ধরে গতকাল রাতে উপজেলার হ্নীলা সীমান্ত ফাঁড়ি থেকে আনুমানিক ১০০ মিটার উত্তর দিকে ফুলের ডেইল গ্রামে চোরাচালান প্রতিরোধ টহলদলের অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই বাড়িতে অবস্থানরত দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাঁরা ধরা পড়েন। তাঁদের সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে ২৮ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ২৯ দশমিক ১৫ কেজি সোনার গয়না এবং বাংলাদেশি নগদ ২৬ হাজার টাকা জব্দ করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মিয়ানমার থেকে সোনা পাচারের বিষয়টি স্বীকার করেছেন। জব্দ সোনার গয়না ও বাংলাদেশি টাকা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে। আসামিদের চোরাচালানের দায়ে মামলা দিয়ে টেকনাফ মডেল থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ