আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:২১

ট্রলি-ইজিবাইকের সংঘর্ষে ইউপি সদস্যের মৃ*ত্যু

 

পঞ্চগড়ে ইজিবাইক ও ট্রলির সংঘর্ষে বেলাল হোসেন (৬৫) নামের এক ইউপি সদস্যের মৃ*ত্যু হয়েছে। রোববার (৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পঞ্চগড় আটোয়ারি মহাসড়কের নতুন হাট জিতাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বেলাল হোসেন জেলার সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং তিনি ওই ইউনিয়নের গাঞ্জাবাড়ি গ্রামের মৃত তজুল মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাতে ইউপি সদস্য বেলাল হোসেন পঞ্চগড় বাজার থেকে একটি ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। এদিকে সদর উপজেলার নতুনহাট জিতাপাড়া এলাকায় পঞ্চগড় সুগার মিলের একটি ট্রলি যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। ইজিবাইকটি কয়েকজন যাত্রীসহ নতুনহাট জিতাপাড়া এলাকায় পৌঁছলে দাঁড়িয়ে থাকা ট্রলি অতিক্রম করার সময় বেলাল মাথা বের করলে ট্রলির পিছনের অংশের সাথে ধাক্কা লাগে। এ সময় বেলাল মাথা ও ডান কানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এক পর্যায়ে ইজিবাইক থেকে ছিটকে মাটিতে পরে যায়। তাৎক্ষনিক ইজিবাইকের অপর যাত্রীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুর আলম বেলালকে মৃ*ত ঘোষণা করেন।
গড়িনাবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ইউপি সদস্য বেলাল হোসেনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। বেলাল হোসেনের মাথা ও কান গুরুতর আ*হ*ত হয়। কান দিয়ে অনবরত রক্ত বের হয়ে তার শরীরের কাপড় রক্তে ভিজে যায়। নিহত ইউপি সদস্যের দাফন কাফনের ব্যবস্থা করা হবে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দিন জানান, সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের বেলাল হোসেন নামে একজন ইউপি সদস্য রোববার রাতে গোয়ালপাড়া নতুনহাট জিতাপাড়া এলাকার পঞ্চগড় আটোয়ারি আঞ্চলিক সড়কে ইজিবাইক ট্রলির সংঘর্ষে নি*হ**ত হয়েছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ