আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:১০

ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নি*হ*ত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহীর প্রাণ গেছে।একজন ঘটনাস্থলেই মারা যান; বাকিদের মৃত্যু হয় হাসপাতালে।

উপজেলার পিলজংগ এলাকার বাগেরহাট-খুলনা মহাসড়কে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে কাটাখালী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান শেখ জানান।

নিহতরা হলেন বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি গ্রামের মতলেব খাঁ (৮৫), রুহিন খাঁ (২৪) ও সৈকত শেখ (২৫)। তারা সম্পর্কে আত্মীয়।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ হস্তান্তর করেছে পুলিশ।

ওসি মিজানুর বলেন, মোটরসাইকেলটি বাগেরহাট থেকে ফকিরহাটের নওয়াপাড়া এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মতলেব খাঁ ঘটনাস্থলেই মারা যান। বাকিদের মৃত্যু হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

পুলিশ ইটবোঝাই ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

 

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->