আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:০৯

ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী নিহত: চালক গ্রেফতার

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে চাপা দেওয়ার ঘটনায় ট্রাকচালক মো. আলী হোসেনকে (৪৯) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি থানার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। আলী হোসেন মাগুরার সদর থানার পারনান্দুয়ালী এলাকার ইলিয়াস হোসেনের ছেলে।

র‍্যাব-৭-এর চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া নূরুল আবছার জানান, ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। দুর্ঘটনার সময় গাড়িটি নগরের কোতোয়ালি থানার লালখান বাজার আখতারুজ্জামান ফ্লাইওভারের রাস্তার বাম পাশে থাকলেও, নিয়ন্ত্রণহীনভাবে ডান পাশে চলে যায়। সড়কপথে চালকদের এই ধরনের অসর্তকতা, অনভিজ্ঞতা ও অবহেলার কারণে প্রতিনিয়ত ঝরে যাচ্ছে।

এর আগে, বুধবার (৬ এপ্রিল) বিকালে ফ্লাইওভারের প্রবেশমুখে ট্রাকচাপায় ইকবাল হোসেন চৌধুরী ও তার স্ত্রীর সখিনা ফাতিমার মৃত্যু হয়। ইকবাল জ্যাক মেশিনারি কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার এবং সখিনা ফাতিমা নগরীর মোস্তফা-হাকিম স্কুলের সিনিয়র শিক্ষিকা ছিলেন। এ ঘটনায় ইকবালের বড় ভাই তসলিম উদ্দিন চৌধুরী কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

তিনি জানান, তারা পাঁচলাইশ থানার কাতলগঞ্জ সার্জিস্কোপ হসপিটাল ইউনিট-২ থেকে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরছিলেন। সখিনা ফাতেমা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। লালখানবাজার ফ্লাইওভারের মুখে যানজটে আটকা পড়েন তারা। এ সময় পেছন থেকে ওই ট্রাকটি ধাক্কা দিলে দুই জনই মোটরসাইকেল থেকে পড়ে যান। এরপর ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত