আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৪৩

ট্রাকচাপায় দুই বন্ধুসহ নিহত ৪

বগুড়ায় ট্রাকচাপার পৃথক দুটি ঘটনায় চার জন নিহত হয়েছেন। এরমধ্যে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ডে রবিবার (১০ এপ্রিল) সকালে ও শাজাহানপুরের খোট্টাপাড়া তিনপুকুর এলাকায় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচাপায় আরও চার জন আহত হয়েছেন। দুই এলাকার থানার পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বগুড়া শহরের মালগ্রাম এলাকার মৃত শাহাদত হোসেনের ছেলে নওগাঁর পোরশা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অফিসের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সাখাওয়াত হোসেন পলাশ (৪৮), তার বন্ধু সিরাজগঞ্জ সদরের আলোবাদিয়া গ্রামে মৃত গাজী সাঈদ শেখের ছেলে বগুড়া শহরের রানা প্লাজার ইলেকট্রিশিয়ান শোয়েব মাহমুদ (৪৫), বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী নিজগ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আব্দুল বাকি (৫০) এবং একই উপজেলার কলাকোপা গ্রামের আবদুল মোমিনের স্ত্রী সুমি আকতার পুতুল (২৫)।

দুপচাঁচিয়া থানার এসআই নিয়ামান নাসির বলেন, নওগাঁর পোরশা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অফিসের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সাখাওয়াত হোসেন পলাশ সকালে বন্ধু শোয়েবকে মোটরসাইকেলে নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে তারা দুপচাঁচিয়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছান। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই শোয়েব মারা যান। পথচারীরা মুমূর্ষু পলাশকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, পালিয়ে যাওয়া ট্রাক ও এর চালক-হেলপারকে শনাক্ত করার চেষ্টা চলছে। দুই বন্ধুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বগুড়ার সিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লুৎফর রহমান বলেন, শনিবার রাতে বগুড়ার শাজাহানপুরের মাদলা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশার চালক পাঁচ যাত্রী নিয়ে গাবতলীর বাগবাড়ির দিকে যাচ্ছিলেন। রাত ৮টার দিকে তারা খোট্টাপাড়া তিনপুকুর এলাকায় পৌঁছান। এ সময় গাবতলী ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ভেতরে যাত্রীরা আটকা পড়েন। তখন ঘটনাস্থলেই সিএনজি যাত্রী আব্দুল বাকি ও পুতুল মারা যান। গুরুতর আহত দুই শিশুসহ চার জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছে। ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

আরো সংবাদ