আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৭:১৮

ট্রেনের ধাক্কায় বাবা-মেয়েসহ

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে ট্রেনের ধাক্কায় অটো‌রিকশাতে থাকা বাবা-মে‌য়েসহ তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দুপু‌রে উপ‌জেলার হা‌তিয়ার ঢাকা-উত্তর ও দ‌ক্ষিণাঞ্চল রেললাইনের অর‌ক্ষিত রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

মৃত তিন জন হলেন- ঘাটাইল উপ‌জেলার কদমতলীর গারট্ট গ্রা‌মের হা‌মিদ মিয়া (৫৫) ও তার মেয়ে তাহ‌মিনা (২৫) এবং তাহমিনার ১৪ মাস বয়সী ছেলে তাওহীদ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার ইসমাইল হোসেন জানান, দুপু‌রে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা জামালপুরগামী  জামালপুর এক্স‌প্রেস ট্রেন‌টির বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশ‌নে যা‌চ্ছিল। এ সময় রেললাইনের হা‌তিয়ার অর‌ক্ষিত রেলক্রসিং দি‌য়ে এক‌টি অটোরিকশা পার হওয়ার সময় ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হ‌য়। আহত একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। দুই জন ঘটনাস্থলে অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আরো সংবাদ