আজ - শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৫:১৭

ডাকাতি মামলায় ইউপি মেম্বার আটক।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উচিৎপুরা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলমগীরকে (৪৫) ডাকাতি মামলায় গ্রেফতার করা হয়েছেন।

রোববার (২ এপ্রিল) রাতে উপজেলার জাঙ্গালিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ সোমবার (৩ এপ্রিল) সকালে তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করে।

গ্রেফতারকৃত আলমগীর জাঙ্গালিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

এলাকাবাসী জানায়, আলমগীর ইউপি সদস্য থাকাকালীন এলাকায় চুরি ডাকাতি, মাদক ব্যবসা, নারী কেলেঙ্কারি এবং মাদকের বিস্তারসহ বিভিন্ন অপকর্মে প্রত্যক্ষভাবে ভূমিকা রেখে আসছে। এর আগে তিনি ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন হাজতবাস করে সম্প্রতি জামিনে ছাড়া পান। এলাকায় এসে তিনি প্রভাব খাটিয়ে অন্যের জমি দখলকরাসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন।

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গ্রেফতারের পর আলমগীরকে ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ