আজ - বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৭:২৯

ডুমুরিয়া ভায়ের হাতে প্রান গেলো আপন বড় ভায়ের।

ডুমুরিয়ায় টিউবওয়েল থেকে পানি নেয়াকে কেন্দ্র করে নেশাগ্রস্ত আপন ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে মেজো ভাই খুন হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে হাসানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, টিউবওয়েল থেকে পানি নেয়াকে কেন্দ্র করে হাসানপুর গ্রামের জিনেতুল্লাহ কারিকরের ছোট পুত্র সোহান (২২) ও মেজপুত্র রুবেল কারিকরের (৩২) সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই সোহান ঘর থেকে হাসুয়া নিয়ে তার মেজো ভাই রুবেলকে মাথা ও পেটে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এসময় রুবেলের চিৎকারে ছুটে আসে তার পিতা-মাতা ও বড় ভাই। তারা এসময় রুবেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক পৌনে ৯টার দিকে রুবেলের মৃত্যু হয়।

সোহান কারিকর একজন নিয়মিত মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। সোহানের অতীতেও অনেক বেপরোয়া কাজের সঙ্গে সম্পৃক্ততার কথা জানিয়েছে এলাকাবাসী। এলাকার স্কুল শিক্ষক সেলিম হালদার জানান, খুব দুঃখজনক ঘটনা ঘটলো এই প্রথম আমাদের এলাকায়। রাতে এলাকাবাসী ঝটিকা অভিযান চালিয়েও সোহানের খোঁজ পাওয়া যায়নি।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, খুনের ঘটনায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন। খুনিকে আটকের জন্য সারারাত অভিযান চালিয়েছি। আশাকরি দ্রুত গ্রেফতার করতে সক্ষম হবো।

আরো সংবাদ