আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:০০

ডেলিভারি বয়ের কান্নায় জিনিসপত্র ফিরিয়ে দিল ছিনতাইকারী!

ছিনতাইকারীরা কারও কাছ থেকে কিছু ছিনিয়ে নিলে তা ফিরিয়ে দেওয়ার ঘটনা খুব কমই আছে। কিন্তু এবার শুধু ছিনিয়ে নেয়া জিনিসপত্রই ফেরতই নয়, সব হারানো বাকরুদ্ধ ছেলেটিকে জড়িয়েও ধরল ছিনতাইকারীরা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচিতে।

এরই মধ্যে সিসিটিভিতে ধারণকৃত সেই ভিডিওটি ভাইরাল হয়েছে অনলাইনে। ওই ফুটেজে দেখা গেছে, একটা বাড়িতে খাবার ডেলিভারির পর একজন ডেলিভারি বয় নিজের বাইকের দিকে এগুচ্ছিলেন। এসময় দু’জন ছিনতাইকারী নিজেদের বাইকে করে ওই ডেলিভারি বয়ের খুব কাছে গিয়ে থামেন। দুই আরোহীর মধ্যে পিছনের আসনের জন নেমে ডেলিভারি বয়ের কাছে এগিয়ে যান। ডেলিভারি বয়কে এমন কিছু বলেন যাতে সে ভয় পেয়ে হাতে থাকা জিনিসপত্র ছিনতাইকারীর হাতে তুলে দেন। সেই সঙ্গে তাদের কথাবার্তাও চলতে থাকে।

এর পরই হঠাৎ ডেলিভারি বয়ের মুখ দেখে হয়তো ছিনতাইকারীর মায়া হয়। প্যাকেটটি ডেলিভারি বয়কে ফেরত দেয় ছিনতাইকারী। এরপর তিনি বাইকে উঠে পালাতেও যান। কিন্তু তার আগে এক বার ফিরে এসে জড়িয়ে ধরেন ডেলিভারি বয়কে। বাইকে উঠার আগে ডেলিভারি বয়ের সঙ্গে করমর্দনও করেন ছিনতাইকারী। এই ঘটনায় ডেলিভারি বয়কে জামার হাতায় চোখ মুছতে দেখা যায়।

কয়েকদিনে আগে পোস্ট করা ওই ভিডিওটি অনেকের মন ছুঁয়েছে। কেউ কেউ তাতে মন্তব্যও লিখেছেন।

একজন লিখেছেন, ‘মানবিকতার এই ছোট্ট ঘটনাটি দেখে চোখে পানি চলে এসেছে।। এই ঘটনাই বলে দিচ্ছে কোন ধরণের বিষাক্ত পরিবেশে আমরা বাস করি। ছোট ছোট বিষয়গুলি বড় পার্থক্য গড়ে দেয়’।

আরো সংবাদ