আজ - শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১২:১২

ঢাকাসহ উত্তরাঞ্চলে তাপমাত্রা কমছে ; বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামীকাল  বুধ ও পরশু বৃহস্পতিবার (২৭ ও ২৮ এপ্রিল) থেকে ঢাকাসহ উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। হ্রাস পাবে তাপপ্রবাহ।
এছাড়া দেশের উত্তরÑপূর্ব অঞ্চলের বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। উত্তরাঞ্চলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের পরিচালক মো.আজিজুর রহমান বাসস-এর সাথে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি  নি¤œচাপ সৃষ্টি হতে পারে। এই মাসের প্রথমদিকে দেশের সব অঞ্চলে তাপমাত্রা কমে আসবে। এদিকে,কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২ মে থেকে  সারাদেশে তাপমাত্রা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২ থেকে ৩ দিন মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্র ঝড় এবং অন্যস্থানে ৩ থেকে ৪ দিন হালকা বা মাঝারি কালবৈশাখী বা বজ্র ঝড় হবার সম্ভাবনা রয়েছে।
মো.আজিজুর রহমান বলেন, ৩০ এপ্রিল পর্যন্ত সারাদেশে তাপমাত্রা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনে উত্তরাঞ্চলে ও খুলনা বিভাগের চুয়াডাঙা ও যশোর সহ কোথাও কোথাও ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ বইছে। এই তাপপ্রবাহ প্রশমিত হবে।
আগামীকাল ২৭ ও ২৮ এপ্রিল থেকে ঢাকাসহ উত্তরাঞ্চলে আরো বৃষ্টিপাত বাড়তে পারে। পরবর্তীতে মে মাসের ১ থেকে ৩ মে পর্যন্ত গরমের তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে ।
তিনি বলেন,বর্তমানে উত্তরাঞ্চলে এবং খুলনা বিভাগের কিছু জায়গায় তাপপ্রবাহ বইছে। ঈদের দিনসহ ৪ মে পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের মে মাসের দেওয়া দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে ১ থেকে ২ টি তীব্র তাপ প্রবাহ এবং অন্যস্থানে ২-৩ টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
্অন্যদিকে, মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপ  সৃষ্টি হতে পারে। উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্র ঝড় এবং অন্যস্থানে ৩-৪ দিন হালকা/ মাঝারি কালবৈশাখী বা বজ্র ঝড় হবার সম্ভাবনা রয়েছে।
অধিদফতর সূত্র জানায়,জুন মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে। ১ -২ টি মৌসুমী নিম্নচাপ  বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে।এছাড়াও এই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিনে রাজধানী সারাদেশে তাপমাত্রা বয়ে চলছে।

আরো সংবাদ