আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:২৪

ঢাকায় ইয়াবাসহ বিমানযাত্রী আটক!

জাতীয় সংবাদ :: ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২৮ পিস ইয়াবাসহ এক বিমানযাত্রীকে আটক করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম জাহাঙ্গীর আলম।

বিমানবন্দরে দায়িত্বরত এসবির একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল জাহাঙ্গীরের। তার কাছে ইয়াবা আছে এমন তথ্যের ভিত্তিতে বহির্গমন বোর্ডিং কাউন্টারের সামনে থেকে সিটিএসবি বিমানবন্দর জোন তাকে আটক করে। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের মধ্যে জুতার ভেতরে বিশেষ কায়দায় সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি ইয়াবার প্যাকেট পাওয়া যায়। প্যাকেট দুটি মোট ১২৮ পিস ইয়াবা ছিল।

বিমানবন্দরের বিশেষ শাখার পরিদর্শক শোয়েব ঢাকা টাইমসকে জানান, আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ