আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:৩৯

ঢাকায় মোট ৬৪ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার।। দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনসহ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১২৩ জন। এর মধ্যে ঢাকা শহরেই ৬৪ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।ফ্লোরা বলেন, ১২৩ জনের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ঢাকার ৬৪ জন। এছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জের ২৩ জন।  ঢাকার সিটির বাইরে ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় আরো ৪ জন আক্রান্ত হয়েছেন।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১২৩ জন। 

এদিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ লাখ ছাড়িয়েছে। ২০৮টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাস সোমবার (৬ এপ্রিল) পর্যন্ত ৬৯ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ৭১২ জন। মারা গেছেন ৬৯ হাজার ৪৫৮ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৪৮৬ জন।করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখন ইউরোপ। বিশেষ করে বলা যায় যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেন। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৩০ হাজার। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৯৪৮জন। আর স্পেনে ১ লাখ ৩১ হাজার ৬৪৬ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। ১ লাখ ছুঁয়েছে জার্মানির আক্রান্তের সংখ্যাও। বিশ্বজুড়ে ২ লাখ ৬২ হাজার ৪৮৬  জন সুস্থ হয়েছেন। এর মধ্যে চীনে সুস্থ হয়ে উঠেছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ। ইরানে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৩৬ জন। ইতালিতে ২১ হাজার ৮১৫ ও স্পেনে ৩৮ হাজার ৮০ জন সুস্থ হয়ে উঠেছেন।

আরো সংবাদ