আজ - রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১:২৭

ঢাকা কেরানীগঞ্জে বস্তায় মিললো নারীর মরদেহ।

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বস্তার ভিতর থেকে পুলিশ উদ্ধার করেছে অজ্ঞাত নারীর মরদেহের খণ্ডাংশ। গতকাল ২৫ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে মাকসুদা গার্ডেন সিটি মার্কেটের সামনে পড়ে থাকা একটি বস্তা থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার হয়। মরদেহের মাথা ও শরীরের অন্যান্য অংশ পাওয়া যায়নি।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘উদ্ধার করা মরদেহ খণ্ডিত অবস্থায় ছিল, যা নৃশংস হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে।
স্থানীয় ব্যবসায়ী আতিক ইসলাম বলেন, মাকসুদা গার্ডেন সিটির সামনে সড়কের পাশে সাদা রংয়ের প্লাস্টিকের একটি বস্তা পরে থাকতে দেখে পথচারীরা। পরে তাঁদের সন্দেহ হলে জাতীয় জরুরী সেবা -৯৯৯ এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে ওই বস্তা খুলে মাঝবয়সী এক নারীর মাথা ও পা বিহীন মরদেহ দেখতে পায়। বস্তার মধ্যে গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে মরদেহটি রাখা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক মাকসুদা গার্ডেন সিটির এক কর্মচারী বলেন, আজ ছুটির দিন থাকায় গার্মেন্টসপল্লি জনশূন্য ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা লাশটি এখানে ফেলে রেখে গেছে। কেউ যেন লাশের বিষয়টি বুঝতে না পারে সেজন্য বস্তার ভেতরে ঝুট কাপড়ও রাখা ছিল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, নিহতের পরিচয় শনাক্তকরণের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত