আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫৭

ঢাকা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্টে নিহত কলেজ ছাত্র

দিনাজপুরে বিরামপুর কলেজ বাজার বটতলি মোড় এলাকায় ওমর ফারুক (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) আজ দুপুর ১২ টার দিকে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলেজ বাজার বটতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত ওমর ফারুক বিরমপুর পৌর শহরের কৃষ্টচাদপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।
নিহত ওমর ফারুক মোটরসাইকেলযোগে বিরামপুর কলেজ থেকে ক্লাস শেষ করে নিজ বাড়ি কৃষ্টচাদপুরের দিকে যাচ্ছিলো হঠাৎ করে তার বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক কাছাকাছি এলে দ্রুত ব্রেক করার চেষ্টা করলে সে ছিটকে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরতর আঘাত লাগে।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হাসনাথ ইয়াসমিন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। নিহতের মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয়। বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ্য (ভারপ্রাপ্ত) অদ্বৈত্য কুমার বলেন,নিহত ওমর ফারুক আমাদের কলেজের বিএম একাদশ শ্রেণীর ছাত্র। কলেজ থেকে বাসায় যাবার পথে এই দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন,ঘাতক ট্রাকটি আটক ও নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তানান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত