আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৫:২৬

ঢামেকের গেটে কুকুর টেনে নিয়ে এলো নবজাতকের মরদেহ

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনের আরএস হোটেলের পাশে একটি ফাঁকা জায়গা থেকে একদিন বয়সী একটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর জানান, ভোরে আমরা সংবাদ পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের পাশে এসে হোটেল সংলগ্ন ফাঁকা জায়গা থেকে একটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করি। নবজাতকটির বয়স অনুমানিক একদিন হবে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, ঘটনাস্থলের ওই এলাকায় খবর নিয়ে জানতে পারি, একটি কুকুর মুখে করে অজ্ঞাত স্থান থেকে নবজাতকের মরদেহ নিয়ে এসে ওই খানে ফেলে যায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। আরো বিস্তারিত জানার চেষ্টা চলছে।।

আরো সংবাদ