আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:০৩

তারেক জিয়ার সঙ্গে ঢাবি শিক্ষকের ফোনালাপ ফাঁস (অডিও)

সময় টিভির সৌজন্যে: কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের বাইরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ফোনালাপ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পর বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকদের আন্দোলন আরো বেগবান করতে তারেক রহমানের বিভিন্ন তৎপরতার কথা জানা যায় সামাজিক মাধ্যমগুলোতে।

টেলিফোনে তারেক রহমান কোটা সংস্কারের বিষয়টি সমন্বয়ের দায়িত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদকে।

তারেক রহমান ফোনে আন্দোলনের খোঁজ খবর জানতে চাইলে অধ্যাপক মামুন আহমেদ তারেক রহমানকে জানান, বিএনপিপন্থী সাদা দল আন্দোলনে বেগবান করতে কাজ করছে।

আরো সংবাদ