আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৯:৩৭

তালাক প্রাপ্ত স্বামীর বিরুদ্ধে সাবেক স্ত্রীর মামলা।

অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে সাড়ে ১৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তালাক দেয়া স্বামী হুমায়ুন কবীরের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার ভুক্তভোগী নারী যশোর আদালতে মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি হুমায়ুন কবীর শার্শার চটকাপোতা গ্রামের আছর আলীর ছেলে।

ভুক্তভোগী নারী মামলায় উল্লেখ করেছেন, ২০২২ সালের ৮ জুন আসামি হুমায়ুন কবীর প্রথম স্ত্রী-সন্তানের কথা গোপন করে দ্বিতীয় বিয়ে করে। সংসার করাকালে দ্বিতীয় স্ত্রী জানতে পারে হুমায়ুন কবীরের স্ত্রী-সন্তান আছে। বিষয়টি জানাজানি হলে পরিবারের সিদ্ধান্তে হুমায়ুন কবীরকে তালাক দেয় তার দ্বিতীয় স্ত্রী। এতে ক্ষিপ্ত হয়ে হুমায়ুন কবীর তার দ্বিতীয় স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত গোপনে ধারণ করে রাখা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দেয়। পরবর্তীতে হুমায়ুন কবীর ওই ভিডিও এবং ছবি দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করে। নিরুপায় হয়ে গত ৯ মে ক্ষতিগ্রস্ত নারী হুমায়ুনকে ৭০ হাজার টাকা দেয়। এভাবে বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে হুমায়ুন কবীর ৫ লাখ ৪৫ হাজার ও ৯ ভরি স্বর্ণালংকারসহ ১৪ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয়। গত ২৫ জুন দুপুরের দিকে যশোর শহরের বাদশা ফয়সাল ইন্সটিটিউটের পিছনে দেখা হলে আবারো ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় ওই নারীকে মারপিট করতে উদ্যত হয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হুমায়ুন কবীর পালিয়ে যায়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত