আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৩৭

তিন বছরের শিশুকে কুপিয়ে হত্যা।

স্টাফ রিপোর্টার।। ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাসায় তিন বছরের এক শিশু কন্যাকে উপর্যপরি কুপিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে রেল স্টেশন পাড়ার সরকারি খাদ্য গোডাউনের কাছে।

ঘটনার পর থেকে বাসার ভাড়াটিয়া গা ঢাকা দিয়েছে। নিহত শিশু জান্নাতুল ওই এলাকার তোফাজ্জেল হোসেন টুক্কু মিয়ার মেয়ে। নিহত জান্নাতুলের মা খায়রুন বেগম বলেন, তাদের ভাড়াটিয়া দুলাল তার মেয়েকে হত্যা করে পালিয়ে গেছে। কি কারণে হত্যা তা তিনি বলতে পারেননি। পুলিশ হত্যা কান্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানাযায়, সরকারি খাদ্য গোডাউনের কাছে বসবাসকারি তোফাজ্জেল হোসেন এক ছেলে ও এক মেয়ে নিয়ে শবজির ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন । সংসারে একটু আর্থিক স্বচ্ছলতা আনতে নিজ বাসায় একটি ঘর দুলাল নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে ভাড়া দেন। দুলাল ওই বাসায় ভাড়া থেকে পুরান প্যান্ট-শার্ট ফেরি করতো।

মঙ্গলবার বিকালে তোফাজ্জেল হোসেন বাসায় প্রবেশের সময় দুলাল তার পাশ দিয়ে দ্রুত গতিতে বাসা থেকে বেরিয়ে যায়। পরে তোফাজ্জেল বাসায় এসে দেখেন তার তিন বছরের শিশু কন্যা জান্নাতুলের রক্তাক্ত নিথর দেহ ঘরের সামনে পড়ে আছে। খুনি ধারালো অস্ত্র দিয়ে তার ডানহাত বিচ্ছিন্ন এবং পেটে ও পিঠে কুপিয়ে হত্যা করেছে।

পুলিশ জানায়, জান্নাতুলের শরীরে ৯টি কোপের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এমন নৃশংস হত্যা কান্ডে এলাকায় শোকের নেমে এসেছে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওসি জানান, ভাড়াটিয়াকে ধরতে পুলিশের অভিযান চলছে। তাকে গ্রেফতার করলে হত্যাকান্ডের আসল রহস্য জানা যাবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত