আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৫০

তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার পুণরায় সভাপতি শহিদুল ইসলাম মিলন।

নিজেস্ব প্রতিবেদক :: বর্ণিল আয়োজনে যশোর জেলা আওয়ামী লীগের ত্রি – বার্ষিক সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে সভাপতি পদে শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক পদে শাহীন চাকলাদার পুণরায় মনোনীত হয়েছেন।

বুধবার ২৭ নভেম্বর বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আংশিক কমিটির ঘোষণা দেন প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। কমিটির বাকি সদস্যরা হলেন- সহ সভাপতি আবদুল মজিদ, হায়দার গণি খান পলাশ, খয়রত হোসেন, আবদুল খালেক, মোহাম্মদ আলী রায়হান, গোলাম মোস্তফা। যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, আশরাফুল আলম লিটন, মীর জহুরুল হক। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ও মহিউদ্দিন। সদস্য করা হয়েছে- ইসমাত আরা সাদেক, স্বপন ভট্টাচার্য্য, কাজী নাবিল আহমেদ, সাইফুজ্জামান পিকুল, শেখ আফিল উদ্দিন, রণজিত কুমার রায়ক।

আজকের ত্রি-বার্ষিক সম্মেলন বেলুন ও কবুতর উড়িয়ে প্রথম অধিবেশন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য।

এরপর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি,শেখ হেলাল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন,পারভীন জামান কল্পনা। সম্মেলনটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার।

আমন্ত্রিত অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য,ইসমত আরা সাদেক এমপি,কাজী নাবিল আহম্মেদ এমপি, মেজর জেনারেল (অব.) ডা: নাসির উদ্দিন এমপি, শেখ আফিল উদ্দিন এমপি, রনজিৎ কুমার রায় এমপি।

ওবায়দুল কাদের বলেন, যারা মৌসুমী আওয়ামীলীগার তারা অতিথি পাখির মত মৌসুম শেষ হলেই পাহাড়ের চুঁড়ায় চলে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই শুদ্ধি অভিযান চালাচ্ছেন। আওয়ামীলীগে অনুপ্রবেশকারীরা দলের কোন পদে আসতে পারবে না।

বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, যশোর জেলা আওয়ামীলীগের ঐক্যতা দেখে আমি মুগ্ধ। আজকের সম্মেলনে আপনাদের মনোমুগ্ধকর পরিবেশ  আমার মনে থাকবে।তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা  আজ সেরা ও সৎ রাষ্ট্র নায়কের মধ্যে একজন। সারা বিশ্বে শেখ হাসিনার প্রশাংশার গনজোয়ার বইছে।  

দ্বিতীয় অধিবেশনে ওবায়দুল কাদের বলেন, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুকে পদত্যাগ করার শর্তে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করা হল। তাদের স্থলে যুবলীগের প্রথম সহ-সভাপতি ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন।

এই সম্মেলনের মধ্যদিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম দ্বিতীয়বার ও শাহীন চাকলাদার তৃতীয়বার সাধারণ সম্পাদক মনোনীত হলেন।

আরো সংবাদ