আজ - রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:০৫

দাবি কৃত চাঁদা না দেওয়া যুবলীগ নেতাকে কুপিয়ে হ ত্যা।

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাবি করা চাঁদা না দেওয়ায় মুসলিম উদ্দিন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালি এলাকায় এ ঘটনা ঘটে। মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর বিষয়টি কালবেলায় নিশ্চিত করেন।
নিহত মুসলিম উদ্দিন ওই এলাকার আবু তাহেরের ছেলে। তিনি উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক যুবলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, নিহত মুসলিম উদ্দিন গুপ্তাখালী এলাকার সমুদ্র উপকূলে কোস্টাল নামক একটি প্রতিষ্ঠানের ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন। স্থানীয় কিছু চাঁদাবাজ প্রতিদিন তার কাছে মোটা অঙকের চাঁদা দাবি করত। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রতিষ্ঠানে প্রাইভেটকারে করে যাওয়ার সময় গাড়ি গতিরোধ করে। পরে তাকে কার থেকে নামিয়ে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে মুসলিম উদ্দিন এর চাচাতো ভাই মিনহাজ উদ্দিন বলেন, আমার ভাই কোস্টালের ইনচার্জ হিসেবে দায়িত্বে আছেন। কিন্তু স্থানীয় কিছু চাঁদাবাজ মোটা অঙ্কের চাঁদা চাইতো আমার ভাইয়ের কাছে। কিন্তু চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তদের ধারালোর ছুরির আঘাতে জীবন দিতে হলো। দুর্বৃত্তদের ছুরির আঘাতে আমার ভাইয়ের শরীরের উপরের অংশ জর্জরিত হয়ে যায়।

মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর বলেন, নিহতের বিষয়ে জানি না। কিন্তু একজনকে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে। এই ব্যাপারে আযইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত