আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:৪৭

দিনাজপুরে ছাত্রদলের সাধারন সম্পাদক কে কুপিয়ে হত্যা।

দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মজনুর রহমানকে মজনুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শুকদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বোচাগঞ্জ থানার ওসি মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত মজনুর রহমান মজনু বোচাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে। অভ্যন্তরীণ কোন্দল ও অর্থ ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। পরবর্তীতে তদন্তপূর্বক হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন করা হবে।

আরো সংবাদ