আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:১৭

দিনের আলোতে যশোরে ফুটলো উচ্চ-শক্তি সম্পন্ন বোমা! জনমনে আতঙ্ক।

আবুল বারাকাত : যশোর শহরের জেস টাউয়ারের বিপরীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (UCB) ব্যাংক এর সামনে বিকট শব্দে ফেটেছে উচ্চশক্তি সম্পন্ন একটি বোমা। এসময় বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে (UCB) ব্যাংক এর এটিএম বুথের সামনের অংশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে যানা যায়, দুজন মটরসাইকেল আরোহী UCB ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্যেশ্যে বুথের সামনে এসে দাড়ালে পাশ থেকে আর একজন ব্যক্তি দৌড়ে এসে মারামারি শুরু করে। এসময় দ্বিতীয় পক্ষের সাথে থাকা বোমা বিষ্ফোড়িত হয়। এরপরে তৃতীয় লোকটি ঐস্থান থেকে পালিয়ে যায়। এসময় বোমের আঘাতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (UCB) ব্যাংক এর এটিএম বুথের সামনের অংশের গ্লাস ভেঙে যায়।

এ ঘটনায় স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান সহ পুরো শহর জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (UCB) ব্যাংকের বুথের লেনদেন স্বাভাবিক থাকবে বলে জানান সংশ্লিষ্ট ব্যাংকের এক কর্মকর্তা।

আরো সংবাদ