আজ - শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৪:২২

দুই বোনের পেটের ভিতরে পাওয়া গেলো ৪ হাজার পিস ইয়াবা।

কক্সবাজার বিমানবন্দরে দুই নারীকে আটক করে সুকৌশলে পেটে বহন করা চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এনে তাদের পেট থেকে বিশেষ প্রক্রিয়ায় বের করা হয় এই ইয়াবা।
১২ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক দুই নারী সম্পর্কে আপন বোন। পরে তাদের তথ্য মতে ঢাকায় আরও একজনকে আটক করা হয়।
আটকরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল বশরের ছেলে আকতার হোসেন ( ৩২) এবং তার স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)। দুই বোন পেটে দুই হাজার করে ৪ হাজার ইয়াবা বহন করে ঢাকায় যাচ্ছিল বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবা বহনকারী তিনজনকে শনাক্ত করতে সক্ষম হয় অভিযানিক দল। এদের মধ্যে জামিলার স্বামী আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দ্যেশে রওনা দেন। কৌশলগত কারণে আকতার হোসেনকে প্রথমে আটক করা হয়নি। সে আলাদা ফ্লাইটে ঢাকা রওনার পর দুই বোনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তারা পেটে ইয়াবা বহনের তথ্য স্বীকার করে। আটক দুই বোনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এনে বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা বের করার কার্যক্রম শুরু হয়। পরে বেলা ৫টা পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা বের করতে সক্ষম হয়।

আরো সংবাদ