আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:২৭

দুই মাসে ১৮৬ টি হারানো মোবাইল ফোন উদ্ধার-কুড়িগ্রাম জেলা পুলিশ।

 

কুড়িগ্রাম জেলা পুলিশের সফল প্রচেষ্টায় সেপ্টেম্বর মাসে ১৪৩ টি ও অক্টোবর মাসে ৫২ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেন।

কুড়িগ্রাম জেলা পুলিশ অপরাধ দমনে সর্বাদাই জাগ্রত।কুড়িগ্রাম জেলার সুযোগ্য সৎ পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর নেতৃত্বে জেলার সকল থানায় সকল প্রকার অপরাধ দমনে কাজ করছেন কুড়িগ্রাম জেলা পুলিশ।সব সময় জনগনের পাশে থাকার ও অপরাধ দমন করাই বাংলাদেশ পুলিশের প্রতিশ্রুতি।

সেই ধারাবাহিকতায় গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় ১৮৬ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মূল মালিকের কাছে হস্তান্তর করেন বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তা।

অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় কুড়িগ্রাম থানায় ৫৬ টি,ফুলবাড়ী থানায় ৪০ টি,রাজারহাট থানায় ১২ টি,ভূরাঙ্গামারী থানায় ৩ টি উলিপুর থানায় ৯ টি ও রৌমারি থানায় ৬ টি মোট ১৮৬ টি মোবাইল ফোন উদ্ধার করেন কুড়িগ্রাম জেলা পুলিশের নেতৃত্বে কুড়িগ্রাম জেলার থানা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মূখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমিন বলেন,নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই আন্তরিক সেবা সর্বাদাই চালু থাকবে।তিনি আরো বলেন কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত