আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:৩৫

দেবহাটা ছাত্রলীগের সভাপতি প্রার্থীর মাদক সেবনের ছবি ভাইরাল

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি বিলুপ্ত করেন এবং এক সপ্তাহের মধ্যে আগ্রহী প্রার্থীদের সিভি জমা দেওয়ার নির্দেশ দেন।

সিভি জমা দেওয়ার মধ্যে সাইফুর রহমান সুমন ফেনসিডিল খাওয়া ও অশ্লিল ছবি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ফলে অনেক ত্যাগী সাবেক ছাত্র নেতারা খোভ প্রকাশ করে বলছে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আর এ সংগঠনে মাদকাসক্ত ও নেশাগ্রস্তরা যদি ছাত্রলীগে প্রবেশ করে তাহলে আদর্শের সংগঠনের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক বলেন, জেলা শাখার অধিনস্ত যে সকল ইউনিটের নেতা কর্মীর বিরুদ্ধে মাদকের অভিযোগ উঠেছে ইতিমধ্যেই আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি, আর মাদকের প্রমান পেলে তাদের কে ছাত্রলীগের কমিটিতে রাখার প্রশ্নই ওঠেনা। কমিটি দেয়ার আগে আমরা ব্যাপারটি খতিয়ে দেখব। কোন মাদক আসক্তের ছাত্রলীগে জায়গা হবে না মাদকমুক্ত ছাত্রলীগ গড়তে আমরা দৃঢ় প্রতিঙ্গা বদ্ধ।

নাম প্রকাশের অনিচ্ছুক দেবহাটা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বলেন- যদি সুমন দেবহাটা ছাত্রলীগের নেতৃত্বে আসে তাহলে যুব সমাজে মাদক সেবন ও মাদকের জমজমাট আসর শুরু হবে। শুধু তাইনা তার বিরুদ্ধে এলাকায় আলোচিত একাধিক নারী কেলেঙ্কারির ঘটনা রয়েছে।

দেবহাটা উপজেলা আওয়ামীগের নেতৃবৃন্দ বলেন- দেবহাটা ছাত্রলীগের নেতৃত্বে যদি এমন মাদকসেবী আসে তাহলে দেবহাটা ছাত্রলীগের কলঙ্ক হবে। যে লক্ষ ও উদ্দেশ্য নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শের সংগঠন নিজ হাতে তৈরি করেছিলেন তার অপমান করা হবে। এরূপ মাদকাসক্ত ব্যক্তি কে ছাত্রলীগের নেতৃত্বে না আসার জন্য আহ্বান জানিয়েছেন তারা।

আরো সংবাদ