আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:২৬

দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে- কাজী নাবিল আহমেদ

স্টাফ রিপোর্টার : যশোর মুসলিম একাডেমী স্কুলে ৭৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল করেছে। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নের চাকা ঘুরা শুরু হয়।

বিশ্ববাসী বাংলাদেশকে আজ অনুসরণ করতে শুরু করেছে। বাংলাদেশকে এখন কেউ আর তলাবিহীন ঝুঁড়ি বলে না। শেখ হাসিনার টানা ১১ বছরে গ্রাম-গঞ্জ-শহর ও বন্দরে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

ভাল পড়াশোনা করার পাশাপাশি ভাল মানুষ হতে হবে। প্রতিষ্ঠানের সভাপতি পৌর কাউন্সিলর হাবিবুর রহমান চাকলাদার মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জোহর আলী, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু,

কাউন্সিলর মোকছিমুল বারী অপু ও কাউন্সিলর সন্তোষ দত্ত। অনুষ্ঠান সঞ্চলনা করেন সহকারি শিক্ষক আব্দুর রাজ্জাক রাজু। অনুষ্ঠানে ৪৫টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার ১৫ জন শিক্ষাবৃত্তি দেয়া হয়।

আরো সংবাদ