আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৩৬

দেশসেরা উদ্যোক্তা হলেন গ্রামের কাগজের আরিফ: প্রেসক্লাব রূপদিয়া’র পক্ষ থেকে অভিনন্দন।

রূপদিয়া প্রতিনিধি : ডিজিটাল সেন্টারের দেশসেরা উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন যশোর সদর উপজেলার আরবপুর ডিজিটাল সেন্টারের স্বত্ত্বাধিকারী এসএম আরিফ। ২৫ নভেম্বর বিকেলে এটুআই তার নির্বাচিত হওয়ার বিষয়টি ঘোষণা করেছে। এসএম আরিফ দৈনিক গ্রামের কাগজ’র স্টাফ রিপোর্টার। ‘বাড়ছে সেবার বহর-গ্রাম হবে শহর’ স্লোগানে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা জনগণের দোরগোড়ায় সরকারি-বেসরকারি সেবা সহজে দ্রুত ও কম খরচে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই প্রক্রিয়ায় নাগরিকের জীবনমানে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছেন উদ্যোক্তারা। তারই ধারাবাহিকতায় তৃণমূল জনগণকে ই-সেবা সম্পর্কে অবহিতকরণ, মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন-২০২০ এ ই-সেবা প্রদান ও প্রতিবেদন জমাদান, ব্যাংকিং কমিশন পয়েন্ট, একসেবায় রিপোর্ট প্রদান, ডিজিটাল সেন্টার ফেসবুক গ্রুপে সক্রিয় উপস্থিতি, উদ্যোক্তা কল্যাণ ফান্ড গঠনে ভূমিকা, জেলা-উপজেলা প্রশাসনের উদ্যোগে সরব উপস্থিতি, ই-কমার্স ও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে সামগ্রিকভাবে ডিজিটাল সেন্টারের কার্যক্রমে অবদান রাখার জন্যে এ বছর সারাদেশে তিনজন দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন।

এসএম আরিফ দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব রূপদিয়ার সভাপতি রবিউল খান, সহ-সভাপতি এস.এম আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক রাসেল মাহামুদ, সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দীন সানি, কোষাদক্ষ শাহিন আলম, দপ্তর সম্পাদক কামরুজ্জামান নয়ন, প্রচার সম্পাদক ইমরান খান, সদস্য আলমগীর কবির, আজিম বিশ্বাস, মাসুদ পারভেজ, আঃ মজিদ, তুহিন হোসেন, আলামিন, আজিজুর রহমান, হাসিবুল ইসলাম শান্ত।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত