আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৪:৩৯

দেশের পথে বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা অফিস: ভারতকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে।

অর্জিত সেই সোনালি ট্রফি নিয়ে আর মাত্র কয়েক ঘণ্টা পরই বাংলাদেশের মাটিতে পা রাখবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বকাপজয়ী দলটি দুবাইয়ে যাত্রাবিরতি করেছে। পুরো দল আসবে আজ বুধবার বিকাল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে।

আকবর আলীদের এই অর্জনে গর্বিত গোটা বাংলাদেশ। তাই তাঁদের বরণ করতে নানা আয়োজনের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

চ্যাম্পিয়ন দলকে বহন করা বিমানটি মাটি ছোঁয়ার পর ওয়াটার স্যালুটের মাধ্যমে প্রথম অভ্যর্থনা জানানো হবে পুরো দলকে। এজন্য বিমানের দুই পাশ থেকে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে ছিটানো হবে পানি।

বিমানবন্দরে খেলোয়াড়রা নামার পর বিসিবি সভাপতিসহ অন্যান্য বোর্ড পরিচালকদের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা দেওয়া হবে ক্রিকেটারদের। এরপর বিমানবন্দরেই কাটা হবে কেক। এই পর্ব শেষ করে বিসিবি কার্যালয়ে যাবেন আকবররা।

গত রবিবার ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত