আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৮:৩৫

দেশে করোনা পরিস্থিতি চরমে! আজ অক্রান্ত ২১৬৩ মৃত্যু ৩৭

দেশে করোনাভাইরাস শনাক্তের ২০০তম দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। এই সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৩ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৯ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ২৮ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৪৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৪২ শতাংশ। গতকালের চেয়ে আজ মৃত্যুও হার দশমিক ০১ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৬৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১০৯ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১৪ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৫৫৭ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ১০ দশমিক ৯৯ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৭৮ শতাংশ বেশি।
দেশে এ পর্যন্ত মোট ১৮ লাখ ৬২ হাজার ৬৩৭ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯১ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৯ দশমিক ০৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৩ জন। গতকালের চেয়ে ৯০ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৬৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭৪ দশমিক ০৫ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৫৯ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৭৭ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ২৪৪ জনের। গতকালের চেয়ে আজ ২৬৭টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ১০২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৫০ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ১৬৪ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১৪টি কম নমুনা পরীক্ষা হয়েছে।

আরো সংবাদ