আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৫৯

দেয়াড়ায় তিনদিনের কৃষক-কৃষাণীর প্রশিক্ষন কর্মশালা শেষে পাওয়ার টিলার, ট্রলি ও গাছের চারা বিতরণ

নিজেস্ব প্রতিবেদক :  বাংলাদেশ কৃষি অধিদপ্তর যশোর সদর উপজেলার আয়োজনে সংশ্লিষ্ট উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়ায় বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ডাল, তেল ও মসলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন বিষয়ক ০৩ (তিন) দিন ব্যাপী কৃষক – কৃষাণীর প্রশিক্ষণ কর্মশালায় আয়োজন করা হয়।

তিন দিন ব্যপী কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ কর্মশালা গত ১৫ জুন শুরু হয়ে আজ ১৭ জুন শেষ দিনে উপস্থিত ছিলেন দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আনিছুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা জনাব এল সাইফুল্লাহ, ইউপি সচিব জনাব আক্তারুজ্জামান, উপ সহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য গোলাম মোস্তফা, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য নাসির উদ্দিন, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য সেলিম হোসেন, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক জসিম উদ্দিন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম খোকন, চান্দুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান।

 

একই সময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে কৃষকদের আধুনিক চাষাবাদের জন্য মহাদেবপুর মহিলা সি আই জি গ্রুপের মাঝে পাওয়ার টিলার , ট্রলি এবং একই সময় দুই শতাধিক কৃষকের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছ বিতরণ করেন উপস্থিত ব্যক্তিবর্গ।

 

শেখ হাসিনার উদ্যোগের অংশ হিসেবে প্রদানকৃত দুইটি ট্রলী ও দুইটি পাওয়ার টিলারের সমুদয় অর্থের ৭০ ভাগ সরকারের ভর্তুকি এবং ৩০ ভাগ সি আই জি বহন করে।

এ বিষয়ে দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান খান জাহান আলী 24/7 নিউজকে জানান, প্রদানকৃত দুইটি পাওয়ার টিলার ও দুইটি ট্রলি এ অঞ্চলের কৃষকদের কৃষি ক্ষেত্রের উন্নয়নের স্বার্থে ভূমিকা রাখবে। যাতে করে কৃষকের চাষকৃত ফসল বহন করে কৃষক বাড়িতে আনতে পারে। যার ন্যায্য পরিবহন ভাড়া সি আই জি গ্রুপ পাবে। এছাড়া প্রশিক্ষন শেষে দুইশত কৃষককে উন্নত জাতের পেয়ারা চারা, কুলের চারা, লাউয়ের চারা, ঝালের চারা, বেগুনের চারা বিতরণ করা হয়। তিন দিনব্যাপী প্রশিক্ষণার্থীদের সদর উপজেলা কৃষি অফিস কর্তৃক খাদ্য ও প্রশিক্ষণ ফি প্রদান করা হয়।

এর আগে বিভিন্ন সময় দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানের উদ্যোগে দেয়াড়া ইউনিয়ন পরিষদ কতৃক কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বিজ, সরিষার বিজ সহ বিভিন্ন ধরনের ফলজ বনজ বৃক্ষ বিতরন করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত