আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৪৫

দোকানে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই নিহত

সোমবার (১৫ আগস্ট) কিশোরগঞ্জের ইটনায় জাতীয় শোক দিবসের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই মারা গেছেন। সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইটনা সদর ইউনিয়নের নগরহাটি গ্রামের নেপাল কর্মকারের দুই ছেলে বিজয় কর্মকার ও হৃদয় কর্মকার।

এলাকাবাসী জানান, স্টিলের পাইপে পতাকা টানানোর সময় সে পাইপ মূল তারে লেগে বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, ইটনা বাজারে নিজের দোকানে বিজয় কর্মকার শোক দিবসের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার বড় ভাই হৃদয় কর্মকার ছোট ভাইকে বাঁচাতে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

ওসি আরও জানান, দ্রুত তাদেরকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. ইশতেয়াক হোসেন রিফাত তাদের মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত