আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৫০

ধর্মতলায় শাহারুল ইসলামের কম্বল বিতরণ।

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার ধর্মতলা বাজার কমিটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় ধর্মতলা মোড়ে আনুষ্ঠানিক ভাবে কম্বল বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবপুর বাজার কমিটির সাধারন সম্পাদক ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাইদুজ্জামান বাবু , অনুষ্ঠানটি পরিচালনা করেন ধর্মতলা বাজার কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ডালিম , সাধারন সম্পাদক মোঃ নবীরুজ্জামান (জামান) , সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান।

প্রধান অতিথির বক্তব্যে শাহারুল ইসলাম বলেন সাধারন মানুষকেই বিপ্লব ঘটাতে হবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি রোধে সাধারন মানুষকেই কাজ করতে হবে। অর্থ বা ক্ষমতার গোলামি করে বাঁচার নাম জীবন নই। মানুষের জন্য কাজ করে উৎসর্গ জীবনই ধন্য জীবন। কুৎসা রটিয়ে নেতৃত্বকে দাবিয়ে রাখা যায়না উল্ল্যেখ করে কুৎসারটনকারীদের মানুষের কল্যাণে কাজ করার আহŸান জানান শাহারুল ইসলাম। একই সাথে আবেগপ্রবণ না হয়ে বুঝেশুণে নেতা নির্বাচনেরও পরামর্শ দেন শাহারুল ইসলাম।

আরো সংবাদ