আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:০০

ধানের গোলা থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার।

রাজশাহীর গোদাগাড়ী থেকে কোটি টাকার হেরোইনসহ চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (৩ মার্চ) রাতে গোদাগাড়ীর চরভুবন পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি হলেন ওই এলাকার বাবু হোসেন ওরফে আসমত। তিনি একজন চিহ্নিত মাদক কারবারি।

র‍্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে চরভুবন পাড়ার ওই বাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ হেরোইন মজুদ করা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেই বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে চিহ্নিত মাদক কারবারি বাবু হোসেন ওরফে আসমতকে গ্রেপ্তার করা হয়।

পরে আসমতের বাড়ী তল্লাশি করে ইটের তৈরি ধানের গোলাঘরের মেঝেতে ধানের নীচে লুকিয়ে রাখা এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় এক কোটি ১০ লাখ টাকা।

আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

আরো সংবাদ