আজ - বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:৫৩

ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয়ে হামলা ও শিক্ষককে মারপিটের মুল আসামী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে খড়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হামলা-ভাংচুর ও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মারুফা আকতারকে মারপিটের মুল আসামীকে গেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। গত ৮ ডিসেম্বর উমার ইউনিয়নের খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা ও মারপিটের ঘটনায় ৯ ডিসেম্বর থানায় ১১ নং একটি মামলা দায়ের হলে গা ঢাকা দেয় হামলাকারী ও মাদক মামলার আসামী আনোয়ার হোসেন। ১০ ডিসেম্বর ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস,আই মোমিন সহ পুলিশের বিশেষ টিম সাড়াশি অভিযান চালিয়ে আসামীর বাড়ীর পাশে আত্নগোপনে থাকাবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, আইন অমান্যকারী ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হামলাকারী খড়মপুর গ্রামের মৃত মোজাফফরের ছেলে ও মামলা মুল আসামী আনোয়ারকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

আরো সংবাদ